Main Menu

Thursday, October 8th, 2020

 

নারায়ণগঞ্জের চাষাড়ায় সিএনজি হতে চাঁদা আদায়কালে ০২ চাঁদাবাজ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার দুপুর ০১,৩০ ঘটিকায়কার সময় র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চাষাড়া এলাকায় রেল গেইটের পূর্বপাশে চলাচলরত সিএনজি হতে অবৈধভাবে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ মঞ্জুরুল হক @ মঞ্জু (৩৮) এবং ২। মোঃ হেলাল (৩৫)। এসময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৩,৯৯০/- টাকা উদ্ধার করা হয়।