Main Menu

ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সিলেটে ছাত্র জমিয়তের মানববন্ধন

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সিলেটের ঐতিহবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর সিলেট নগরীর কোর্ট পয়েন্টস্থ কালেক্টর মসজিদের সামনে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
সিলেট মহানগর ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা লুৎফুর রহমান সভাপতিত্বে ও নগর ছাত্র জমিয়তের সেক্রেটারি ইমরান আহমদের সঞ্চালনায় অনুষ্টিত মানববন্ধনের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী আসাদ মুহাম্মাদ উসামা।
ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির দাবীতে অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন – অপরাধী কোন দল করে এটা বড় কথা নয়। নরপশু ধর্ষকদের পরিচয় একটাই, তারা অপরাধী! আধ্যাত্মিক রাজধানী সিলেটে একজন মহিলাকে ধর্ষণ করার মধ্য দিয়ে ওলী-আউলিয়ার গোটা সিলেটকে ধর্ষণ করা হয়েছে। ঐ ঘাতকদের অপতৎপরতা রুখে দিতে পুরো সিলেটবাসীকে সোচ্চার হতে হবে। কঠোর আন্দোলনের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অবিলম্বে গ্রেফতার করতে হবে গণধর্ষণকারী জালিমদের।
বক্তারা আরো বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করা না হলে মিছিল মিটিং বিক্ষোভসহ কঠোর কর্মসূচি গ্রহণ করবে সিলেটের ছাত্র সমাজ। শান্ত সিলেটকে অশান্ত করার পায়তারা শুভ হবে না। প্রয়োজনে আবারও সিলেটের সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুব জমিয়তের সহসভাপতি মাওলানা আসাদ উদ্দিন, সাংবাদিক সৈয়দ উবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করীম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি হাফিজ শাহিদ হাতিমী, যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক আবু হানিফ সাদী, জামিয়া দারুল কুরআন শাখার সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ। 


Related News

Comments are Closed