Main Menu

যুবলীগ হলো আওয়ামীলীগের শক্তি ও হাতিয়ার-শাহীন চাকলাদার, এমপি

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা):জাতীয় সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, যুবলীগ হলো আওয়ামীলীগের শক্তি ও হাতিয়ার। যুবলীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোন আন্দোলন এবং নির্বাচনে বিজয় অর্জন করা সম্ভব। তিনি শনিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম দিন উপলেক্ষে কেশবপুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
কেশবপুর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাড. মিলন মিত্র ও যশোর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলা আওয়ামীলীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed