Main Menu

স্বাস্থ্যবিধি মেনে হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ।

পার্থিব মন্ডলঃজেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ।মুন্সীগঞ্জের ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজে করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবক ও শিক্ষানুরাগীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম ব্যাহত তাই শিক্ষার্থীরা যাতে শিক্ষার মূল ধারা থেকে পিছিয়ে না পড়ে সেজন্য কি ব্যবস্থা গ্রহন করা হবে তা নির্ধারণ করা হয়।ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর পরিচালক জনাব মাকসুদ আলম ডাবলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য- জনাব মাহী বি. চৌধুরী, বিশেষ অতিথি শ্রীনগর উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান মামুন ।আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ,শিক্ষকবৃন্দ,স্থানীয় মুক্তিযোদ্ধাগণ,শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, সাংবাদিকগণ ও সম্মানিত অভিভাবকগণ।অত্র সভায় অভিভাবকরা তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মাহী বি. চৌধুরী বলেন শিক্ষার ধার অব্যাহত রাখতে করোনা কালীন সময়ে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালিয়ে যেতে হবে ও শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর রাখতে হবে।অত্র প্রতিষ্ঠানটিকে মুন্সীগঞ্জের মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।সভাপতি বিদ্যালয়ের নানান সুবিধা অসুবিধা তুলে ধরেন ও বিদ্যালয়ের উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।Attachments area


Related News

Comments are Closed