Main Menu

কেশবপুরে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) থেকেঃসোমবার জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর  পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাব আলী, কেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।বিচারক মন্ডলী উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান,প্রভাষক হারেন্দ্রনাথ বিশ্বাস,প্রভাষক নাজমুল হোসেন, মাহবুবুর রহমান টুলু, খাইরুল বাশার।অন্যান্যদের মধ্যে ছিলেন শিক্ষক প্রবীর কুমার, আব্দুস সাত্তার,উদয় সিংহ প্রমুখ। এ প্রতিযোগিতায়  দশটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।


Related News

Comments are Closed