Main Menu

যশোর জেলা পুলিশে যুক্ত হলো শীতাতপ নিয়ন্ত্রিত নতুন অ্যাম্বুলেন্স

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা) যশোর জেলা পুলিশে যুক্ত হলো শীতাতপ নিয়ন্ত্রিত নতুন অ্যাম্বুলেন্স। বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান মহা পুলিশ পরিদর্শক(আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত ডিআইজি ট্রাম্সপোর্ট রুহুল আমিনের সহযোগিতায় ও যশোর জেলা পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে যশোর জেলা পুলিশে যুক্ত হলো শীতাতপ নিয়ন্ত্রিত নতুন একটি অ্যাম্বুলেন্স।

যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শনিবার সকালে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের পিপিএম উপস্থিতিতে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত শীতাতপ নিয়ন্ত্রিত নতুন অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন,যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দীন শিকদার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


Related News

Comments are Closed