Main Menu

জীবননগর মহাসড়কের পাশে আলমসাধু চালকের লাশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে নাসির উদ্দীন (৬০) নামে এক আলমসাধু চালকের আলমসাধু চালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বারোমাসা নামক স্থানে সড়কে তার মৃত্যু হয়। মৃত নাসির উদ্দীন চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মৃত আক্কাস পন্ডিতের ছেলে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান, সকালে আলমসাধু চালক নাসির উদ্দীন কোটচাঁদপুর শহর থেকে মুদি মাল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারোমাসা নামক স্থানে সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মিঠুন কুমার দে তাকে মৃত ঘোষণা করেন। কোটচাঁদপুর ফায়ার স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সড়ক দূর্ঘটনার কোন নমুনা পাওয়া যায়নি। তার ব্যবহৃত মাল বোঝায় আলম সাধু অক্ষত অবস্থায় ছিল। পুলিশ জানায় কি কারনে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


Related News

Comments are Closed