Main Menu

কেশবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শামীম আখতার,ব্যুরো প্রধান (খুলনা) যশোরের কেশবপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) ওয়ালিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ১৩ মাসের বয়সের শিশু খাদিজা খাতুন বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। মঙ্গলবার দুপুরে খাদিজা খাতুনের মা পারভীনা বেগম (৩০) শিশু মেয়েকে সঙ্গে নিয়ে পুকুরে কাপড় ধোয়ার কাজ করতে যায়। ওই সময় শিশু খাদিজা খাতুনকে পুকুরের পাড়ে রেখে মা কাপড় ধোয়ার কাজ করছিল। কাপড় ধুয়া শেষে মেয়েকে পুকুর পাড়ে দেখতে না পেয়ে মা বাড়িতে ফিরে খোঁজ করতে থাকে। ওই সময় পরিবারের লোকজন শিশুটিকে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে লাশ ভাঁসতে দেখে এলাকাবাসী উদ্ধার করে।

এব্যাপারে চিংড়া ফাড়ীর ইনচার্জ ওয়ালি-উল-ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন শেষে এবং পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ দাফন কাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


Related News

Comments are Closed