Main Menu

ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড প্রধান সড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

ওয়াহিদার জন্মস্থান মহাদেবপুরের স্থানীয়রা এই মানববন্ধন করেন। এতে ওয়াহিদার গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

কর্মসূচীতে বক্তারা বলেন, চুরির উদ্দেশ্যে নয় পরিকল্পিত ভাবে হত্যার করতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় কয়েক জন গ্রেপ্তার হলেও এখনো ধোঁয়াশা কাটেনি। হামলাকারীদের আশ্রয়দাতারা এখনও ধরা পড়েনি। জড়িতদেরও দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানানো হয় মানববন্ধনে।

ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থনা করেন বক্তারা। মানববন্ধনে ছাত্র-শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ নেয়।


Related News

Comments are Closed