Main Menu

আড়াইহাজারে শোক দিবসে যুবলীগ নেতার খাবার বিতরন

আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাত্তার সরকার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গত বুধবার(২৬আগস্ট) দুপুরে কালাপাহাড়িয়ায় বিভিন্ন স্পটে ৫’শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে ১৫ আগস্টে নিহত সকল শহিদের জন্য বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করেন। খাবার বিতরণের সময় সাত্তার সরকার বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। খুনিরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে নি, তার সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ জামাল, শেখ কামাল, শিশুপুত্র শেখ রাসেলসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ায়ম্যান শেখ ফজলুল হক মণিও’কে তাঁরা হত্যা করে। বঙ্গবন্ধু হত্যায় যে ৫’খুনি এখনও পলাতক রয়েছে, তাঁদের দ্রæত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কর্যকর করার দাবি জানান কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের শীর্ষ এই নেতা। সাত্তার সরকার আরো বলেন, শোককে শক্তিতে রূপ দিয়ে আমরা নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়নের সাথে একাত্মতা প্রকাশ করছি। একই সাথে স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রুহুল মোল্লা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।#####


Related News

Comments are Closed