Main Menu

সাইনবোর্ড থেকে ০২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার।

র‌্যাব ১১ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট সোমবার দুপুরে র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে ০২ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সাজ্জাদ হোসেন (২২) এবং ২। মোঃ আনোয়ার হোসেন(৩০) । এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

উপস্থিত স্বাক্ষী, সিএনজি চালক ও গ্রেফতারকৃত’দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক সিএনজি প্রতি দৈনিক ৫০/- থেকে ৬০/- টাকা এবং মাসিক সিএনজি প্রতি ৪০০/- টাকা করে অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডে সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ সাজ্জাদ হোসেন (২২) ও ২। মোঃ আনোয়ার হোসেন(৩০)’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৪,৫০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ ভাবে সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে সিএনজি চালকরা অতিষ্ঠ। 

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related News

Comments are Closed