Main Menu

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী কৃর্তৃক নওগাঁয় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

সোহেল রানা, নওগাঁ প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় নওগাঁর মান্দায় গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। বুধবার উপজেলার কয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনী আয়োজনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সেনানিবাসের ১০বীর অধিনায়ক লে: কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান পিএসসি। বগুড়া সেনানিবাসের সার্বিক ব্যবস্থাপনায় সম্মিলিত সামরিক হাসপাতাল বগুড়ার তত্বাবধানে গাইনী বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ৩শ’ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা এ দেওয়া হয়। এ সময় ২১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লে: কর্ণেল মোছা: তহমিনা আকতার, বগুড়া সিএমএইচ এর গাইনী বিশেষজ্ঞ লে: কর্ণেল উম্মে রুম্মান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শামিরা, বগুড়া সিএমএইচ এর ক্যাপ্টেন শর্মিতা জাহান, ক্যাপ্টেন পারভেজ রহমানসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনীর কৃর্তৃপক্ষ জানান, সারাদেশের মত করোনা ভাইরাসের প্রাদুভাবের পরিস্থিতিতে অন্য সময়ের চেয়ে চিকিৎসাসেবা কিছুটা কম পাওয়ায় প্রান্তিক ৩শ’ জন গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।


Related News

Comments are Closed