Main Menu

আজ সাংবাদিক কন্যা ফাবিহার জন্মদিন

মো: অলিয়ার রহমান, কেশবপুর, যশোর :দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুরের ছোট মেয়ে রিফাহ্ যাহ্রা ফাবিহার আজ ৫ তম শুভ জন্মদিন। বৃহস্পতিবার এক আনন্দঘন মুহুর্তে তাঁর পিতা-মাতা, দাদা-দাদি, চাচা-চাচি, ফুফা-ফুফি, নানা-নানী, মামা-মামি ও ভাই-বোনেরাসহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন। রিফাহ্ যাহ্রা ফাবিহা গত ২০১৫ সালের ১৮ জুন এই দিনে শিক্ষিকা মাতা ফাতেমা খাতুনের কোল আলোকিত করে এই সুন্দর ভুবনে আসে। তার শুভ জন্ম দিনে সাংবাদিক মহলও খুঁশি প্রকাশ করে তার জন্য দোয়া কামনা করেছেন।


Related News

Comments are Closed