Main Menu

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে মাহবুবুর রহমান সেলিমের শোক

মতলব উত্তর প্রতিনিধিঃ-সাবেক স্বাস্থ্য মন্ত্রী, প্রখ্যাত রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে বিশিষ্ট শিল্পপতি, আওয়ামিলীগ নেতা ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবর রহমান সেলিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বিবৃতিতে মাহবুবুর রহমান সেলিম বলেন, মোহাম্মদ নাসিম আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কখনও কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করেন নি। মোহাম্মদ নাসিম আজীবন দেশে ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁরা, মরহুম মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


Related News

Comments are Closed