Main Menu

মতলব উত্তরে করোনার উপসর্গ নিয়ে ১২ বছরের শিশুর মৃত্যু

মমিনুল ইসলাম, মতলব প্রতিনিধি:-জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের কাচারিকান্দি ( আমিরাবাদ)  গ্রামের আমির হোসেনর ছেলে মোঃ জামান (১২) শিশু বাচ্চা শুক্রবার সকালে মারা যায়। 
মোঃ জামান তার বাবা মার সাথে ঢাকা কমলাপুর থাকতো। ১১ জুন বিকালে ঢাকা থেকে বাবা মায়ের সাথে দেশে আসলে ১৫ ঘন্টার পর দেশের বাড়িতে মারা গেছে।
 সূএে জানা যায়,  ঢাকা কমলাপুর পাসের বাসায় করোনায় আক্রান্তে মারা গেছে এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেশি ছিলো ঐ বাসায়। জামানকে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 


Related News

Comments are Closed