Main Menu

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ১২’লাখ টাকা ছিনতাই

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দিন-দুপুরে ১২’লাখ টাকা ছিনতাই। বৃহস্পতিবার (১১’জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মেসার্স নিউ আন্তঃজেলা ট্রান্সপোর্ট এজেন্সীর ম্যানেজার ও একজন কর্মচারীর কাছ থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ট্রান্সপোর্টের মালিক আনোয়ার হোসেন আনু জানান, তার মেয়ের জামাই এখানের ম্যানেজার মনোয়ার হোসেন ও কর্মচারী আমির হোসেন দুপুরে শিমরাইল মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা থেকে ১২’লাখ টাকা উত্তোলন করে পায়ে হেটে সড়ক ও জনপথ অফিসের সামনে আসার পর পাশে থাকা একটি সাদা প্রাইভেটকার থেকে তাদের টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে গাড়ি দ্রæত চলে যায় সাইনবোর্ডের দিকে। পরে তারা দুজন একটি উবারের মোটরবাইকে করে গাড়িটির পিছু নিলেও সাইনবোর্ড থেকে কোনদিকে গিয়েছে গাড়িটি সেটি খুঁজে পায়নি। তিনি জানান, ট্রান্সপোর্টের বিল, শ্রমিকবিল সহ নানা খরচের জন্য নিয়মিত আমাদের টাকা প্রয়োজন হয়। আগামী দুদিন ব্যাংক বন্ধ থাকবে তাই টাকা উত্তোলন করা হয়েছিল। এর মধ্যেই এ ঘটনা ঘটে গেছে। সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক ফয়সাল আলম জানান, ঘটনাস্থলে আছি, বাংক ও ঘটনাস্থলেই আশেপাশের সকলের সাথে কথা বলে ও ভিকটিমের সাথে কথা বলে দ্রæত এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। ######


Related News

Comments are Closed