Main Menu

মতলব উত্তরে ইউপি সচিবসহ আরো ২জন করোনায় আক্রান্ত

মমিনুল ইসলামঃ- দীর্ঘদিন বিরতির পর মতলব উত্তর উপজেলায় আবারো ২জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরা হচ্ছেন কলাকান্দা ইউপি সচিব (৪৫) ও বড় মরাদন এলাকার এক যুবক (৩০)। শনিবার দুপুরে তাদের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫জন। এর মধ্যে পূর্বে আক্রান্ত ৩জন’ই সুস্থ হয়েছেন।
সূত্র আরো জানায়, ইউপি সচিব নিজ ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছিলেন। অন্যদিকে বড় মরাদন এলাকার যুবক চাঁদপুর সদরের বাবুরহাট এলাকায় টেলিটক কোম্পানীতে চাকুরি করতেন। ৬ মে অসুস্থ অবস্থায় তিনি বাড়ি যান ও ৭ মে নমুনা দেন।


Related News

Comments are Closed