Main Menu

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তে নতুন করে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই করোনা ভাইরাসে মারা গেছেন ৪২ জন। এদিকে নতুন করে আক্রান্তের রিপোর্ট কোন পরীক্ষাগার থেকে না পাওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।
রবিবার (২৬ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। গতকাল এই মৃত্যু ছিল ৩৯। নতুন করে মারা যাওয়া দুইজন সিটি কর্পোরেশন ও একজন সদর উপজেলার বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২০৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৪ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।


Related News

Comments are Closed