Main Menu

সিলেটে করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল

.সিলেট প্রতিনিধি :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনই মোটামুটি ভাল আছেন। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাটের দুইজন ও সুনামগঞ্জের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তাদের তিনজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে। কাউকে ভেন্টিলেশনে নেয়ার প্রয়োজন হয়নি। এবং এই তিনজন ছাড়াও করোনা সন্দেহে আরো ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


Related News

Comments are Closed