Main Menu

মুন্সিগন্জে সালমা হাই টুনির উদ্যোগে কর্মহারা মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ      মুন্সীগঞ্জ  সদরের গোয়ালঘুর্নি,পুকুরপাড়া ও সিপাহীপাড়ায় এলাকায় ঢাকা জজকোর্ট এর  স্পেশাল পিপি ও বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী  এড.সালমা হাই টুনির উদ্যোগে  ৭০ টি অসচ্ছল পরাবারে দুই সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। এসময় চাল,ডাল,তেল,পেঁয়াজ, আলু লবণ ও সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।অসহায় ও  কর্মহীন মানুষকে সহযোগিতা প্রসঙ্গে এডভোকেট সালমা হাই টুনি বলেন, আমি আমার সাধ্যমতো করোনা ভাইরাস সংক্রমণের কারনে অসহায় ও কর্মহীন মানুষকে খাবার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি । আমাদের বাংলাদেশে অনেক প্রভাবশালী বিত্তশালী ব্যক্তিত্ব আছেন তারাও যদি একটু একটু করে এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ান তাহলে একটু হলেও এই অসহায় মানুষ গুলো উপকৃত হবেন। তাই আমি সবাইকে আহবান জানাই, যার যার অবস্থান থেকে সাধ্যমতো অসহায় মানুষ গুলো পাশে এসে দাঁড়ান।করোনা ভাইরাসের প্রভাবে যখন দেশের মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে এমনই সময়ে এডভোকেট সালমা হাই টুনি  ব্যক্তি উদ্যোগে প্রান্তিক অঞ্চলের মানুষের পাশে দাড়িয়েছেন।


Related News

Comments are Closed