Main Menu

মতলবে সিএনজি শ্রমিকদের নিয়মিত সচেতন ও মার্স্ক ভিতরন করে যাচ্ছে শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির হোসেন


মতলব প্রতিনিধি: প্রানঘাতি করোনা ভাইরাসের আক্রমন থেকে নিজ ও পরিবারের সদস্যদের রক্ষায় কি ব্যাবস্থা গ্রহন করতে হবে সেই জন্য সিএনজি শ্রমিদের কে নিয়মিত সচেতন ও মার্স্ক ভিতরনসহ প্রচারনা করে যাচ্ছে বাংলদেশ শ্রমিক ফেডারেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির ও সংঘঠনের নেতৃবৃন্দ।
সংঘঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, করোনা এমন একটি ভাইরাস যার কোন প্রতিষেধক আবিস্কার হয় নাই। বিশ্বের অনেকগুলো রাষ্ট্র এ ভাইরাসে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ বিনা সিকিৎসায় মৃত্যূ বরন করেছে। বর্তমানে বাংলাদেশেও এর বিস্তার ঘটেছে। এ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় একজন আরেকজন থেকে দূরত্ব বয়জায় রাখা। কিন্তু সিএজি শ্রমিকদের পক্ষে তা অনেক সময় সম্ভব হয়ে উঠেনা। তাই আমি ও সংগঠনের অন্যাণ্য নেতৃবৃন্দ তাদের গাড়ি এবং শরীরে ঘন ঘন জীবাণুনাশক স্প্রে, কিছুক্ষন পর পর সাবান দিয়ে হাত দোয়া পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও মার্স্ক ব্যাবহারে সব সময় সচেতন হতে বলছি ও তাদের দিকে সর্বদা নজর রেখে যাচ্ছি। এছাড়াও শ্রমিকদেরকে সময় সময় নানান রকম প্রণোদোনা দেয়ার চেষ্টা করছি । এ সংগঠন সিএনজি শ্রমিকদের যে কোন দূর্যোগ দূর্ঘঠনায় বিপদে আপদে পাশে আছে ও থাকবে।


Related News

Comments are Closed