Main Menu

নওগাঁঁয় মুজিব শতবর্ষে এক জনপ্রতিনিধির উদ্দ্যোগে প্রত্যান্ত গ্রামীন জনপদে জাতির জনকের ম্যুরাল নির্মান

নওগাঁ প্রতিনিধি, নওগাঁয় মুজিব জন্মশতবাষির্কী উপলক্ষ্যে মুজিবপ্রেমী নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় চুন্ডিপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক বেদারুল ইসলাম মুকুল তার নিজস্ব অর্থায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল নির্মান করেন।মঙ্গলবার সন্ধ্যালগ্নে চুন্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্তরে স্থাপিত ম্যুরালটির নওগাঁ-৫ আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিলের উদ্বোধনের কথা থাকলেও তিনি আসতে না পারায় পরে যৌথভাবে এটির উদ্বোধন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আব্দুস সামাদ এবং চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল।
এনময় স্থানীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং গ্রামবাসিরা উপস্থিত ছিলেন।ম্যুরাল উদ্বোধন শেষে বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর বণার্ঢ্য জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল, স্থানীয় চুন্ডিপুর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল বলেন, আমার ব্যক্তিগত অর্থে ৬ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মান করা হয়েছে।মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে ম্যুরালটি নির্মান করা হয়েছে।এই ম্যুরালটিআগামী প্রজন্মসহ সকলকে মুজিবীয় চেতনায় ওস্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করবে বলে আশা করেনচেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল।


Related News

পিএসএসকেজিকেইউ এর খাবার সামগ্রী বিতরণ সফল ভাবে সম্পন্ন

তানিয়া আক্তার তনু,সাভার ঢাকাঃ প্রতিভা সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ও গণমাধ্যম কল্যাণ ইউনিটি’র (পিএসএসকেজিকেইউ)উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যপী ঢাকা জেলার সাভার উপজেলার সাভার,আশুলিয়া ও ইয়ারপুর ইউনিয়নের ১৫০টি দুস্থপরিবারে খাবার সামগ্রী পৌছে দিতে সফল হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান জনাব মোঃমোস্তাফিজুর রহমান শ্রাবণ। এসময় তার সঙ্গে ছিলেন খাবার সামগ্রী বহনকারী ভ্যান চালক মোঃ আমিনুর রহমান ও মোঃসাজ্জাদ হোসেন। বর্তমান পরিস্থিতিতে একটি সাবান বিতরণ করার সময় পাঁচ-ছয়জন ব্যক্তি একসাথে হাত বাড়িয়ে ছবি তুলে স্যোশ্যালRead More

Comments are Closed