Main Menu

নওগাঁয় জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত

ভোটার হয়ে ভোট দেব , দেশ গড়ায় অংশ নেবো” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালী ও আলোচানা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলায় অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশিদ। এসময় জেলা নির্বাচন অফিসার মাহামুদ হাসানের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানসহ প্রমুখ। এসময় র‌্যালী ও আলোচনা সভায় নির্বাচন অফিসের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed