Main Menu

র‌্যাব-১১’র অভিযান বিপুল পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার-১

প্র‌্তিনিধিঃ র‌্যাব-১১’র অভিযান বিপুল পরিমান ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী নুর করিম গ্রেফতার, মাদক বহন করার দায়ে ট্রাক জব্দ। গত বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে চেকপোষ্ট বাসায়। এসময় একটি ট্রাক (ফেনি-ট ১১-০৪৬৩) আটক করে তল্লাশি চালিয়ে ৪’শ ৪৭’পিছ ফেনসিডিল উদ্ধার করে। অবৈধ ফেনসিডিল রাখার দায়ে চালক মাদক ব্যবসায়ী নুর করিমকে মাদক বিক্রেয়ের টাকাসহ গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ডে র‌্যাব-১১’র একটি দল ঢাকাগামী সড়কে চেকপোষ্ট বসায়। গতকাল শুক্রবার সকালে বসানো উক্ত চেকপোষ্টে সন্ধেহ জনক ভাবে একটি ট্রাক (ফেনি-ট ১১-০৪৬৩) আটক করে তল্লাশি চালিয়ে ৪’শ ৪৭’পিছ ফেনসিডিল উদ্ধার করে। অবৈধ ফেনসিডিল রাখার দায়ে চালক মাদক ব্যবসায়ী নুর করিমকে মাদক বিক্রেয়ের টাকাসহ গ্রেফতার করা হয়। ধৃত নুর করিম স্বিকার করে যে, চালকের আড়ালে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। ধৃত নুর করিম ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায় স্থায়ী বাসিন্ধা। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় নূর করিমের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের পূর্বক থানায় হস্থন্তর করে।#######


Related News

Comments are Closed