Main Menu

মতলবে পাহাড়াদারের ঘরে তালা দিয়ে মাছ চুরি

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের ঐতিহ্যবাহী রবিউল্ল্যাহ দিঘীর পাহাড়াদারের ঘরে তালা দিয়ে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারি গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানায় দিঘীর ইজারাদারের ছোট ভাই আল আমিন বকাউল।
সরেজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে রবিউল্ল্যা দিঘী ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক হেলাল বকাউল। ঘটনার রাতে দিঘীর পাহাড়ায় থাকা আল আমিন বকাউল প্রতিরাতের ন্যায় দিঘীর চারপাশ ঘুরে এসে রাত একটার দিকে ঘুমাতে যায়। ভোর রাতের দিকে সে আবার ঘর থেকে বের হতে চাইলে ঘরের দরজা বাহির থেকে বন্ধ থাকে। পরে ঘরের অন্য পাশের ঝাপ খুলে বাহিরে এসে দেখে দরজায় তালা দেওয়া রয়েছে। পরে সে দিঘীর চারদিকে ঘুরতে গিয়ে দিঘীর পূর্ব দক্ষিণ কোণে একটি বেড় জাল পড়ে থাকতে দেখে এবং গাড়ি দিয়ে মাছ নিয়ে যাওয়ার আলামত দেখতে পায়। ওই সে চোর চোর বলে চিৎকার দিলে দিঘীর পারে বসবাসকারী একাধিক ব্যক্তি ছুটে আসে এবং মাছ চুরি ঘটনা জানতে পারে।
এই বিষয়ে আল আমিন বলেন, মাছ চুরির ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেছি।


Related News

Comments are Closed