Main Menu

১৪ বছর পর নতুন নেতৃত্ব পেল সিলেট জেলা ও মহানগর

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: দীর্ঘ  ১৪ বছর পর আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০১৯) অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে জমকালো এই ত্রি-বার্ষিক মহা-সম্মেলনে যোগ দিয়েছেন কেন্দ্রীয় প্রায় এক ডজন নেতা। আর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে সমঝোতার তথা সিলেকশনের মাধ্যমেই কমিটি ঘোষনা করেছেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।
সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান, আর সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
উল্লেখ্য, সিলেট জেলা আওয়ামী লীগে লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি ‘ভারমুক্ত’ হলেন। অন্যদিকে, নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি জেলার সাধারণ সম্পাদক হলেন।
আর অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন ও সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যাপক জাকির হোসেনকে।
উল্লেখ্য, মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে অধ্যাপক জাকির হোসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছি


Related News

Comments are Closed