Main Menu

মতলবে ‘বঙ্গবন্ধুকে জানো শীর্ষক আলোচনা সভা

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা সদরস্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতলব মুক্ত দিবস উপলক্ষ্যে গতকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযোদ্ধাদের গল্প শোনা নিয়ে ‘বঙ্গবন্ধুকে জানো, মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার তানভীর হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ ছায়েদ মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম শেফা প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ঐ সময় সাড়ে সাত কোটি বাঙ্গালি বাংলার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। ৯মাস যুদ্ধ করার পর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য ৩০লাখ শহীদ রক্ত দিয়েছে এমন পৃথিবীর ইতিহাসে বিরল। এক্ষেত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, এসএমসির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন।


Related News

Comments are Closed