Main Menu

রূপগঞ্জে বাড়ি ভেঙ্গে সরকারি জমি ছেড়ে দিলো মহিলা ভাইস চেয়ারম্যান-নীলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ ৩লা বিশিষ্ট বিলাস বহুল ভবনটি ভেঙ্গে সরকারি ৬ শতাংশ জমি ছেড়ে দিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ পরিবারের লোকজন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুরা এলাকায় অবস্থিত সরকারী জমিতে নির্মিত মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িটি ভেঙ্গে দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম জানান, গত ২৩ অক্টোবর রূপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর শুনানী অনুষ্ঠিত হয়। এসময় রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা উপজেলার ইছাপুরা এলাকায় ৬ শতাংশ সরকারি খাস জমি দখল করে ৩ তলা বিশিষ্ট একটি বিলাস বহুল বাড়ি নিমার্ণ করেছে বলে শুনানীতে অভিযোগ উঠে। শুনানীতে ফেরদৌসী আলম নীলা সরকারি জমি দখলের বিষয়টি অস্বীকার করেন। পরে দুদক কমিশনার সরকারি জমি দখলের বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসক জসিম উদ্দিনকে দায়িত্ব প্রদান করেন। পরে তদন্ত করে সরকারি খাসের ৬ শতাংশ জমি দখল করে বিলাশ বহুল বাড়ি নির্মাণের বিষয়টির সত্যতা পান প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন সরকারি খাস জমিতে থাকা তিনতলা বিশিষ্ট বাড়িটি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্তের নির্দেশ প্রদান করেন। কিন্তু প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগেই ফেরদৌসী আলম নীলাসহ পরিবারের লোকজন শ্রমিক দিয়ে বাড়িটি ভেঙ্গে সরকারি জমিটি দখলমুক্ত করে দেন।#######


Related News

Comments are Closed