জ্বালানির অভাবে সাতক্ষীরায় ২০ ভাগ বাস চলাচল বন্ধ

শেখ রিপন : সাতক্ষীরা প্রতিনিধি: জ্বালানি তেল বিক্রি বন্ধ করে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘটের কারণে সাতক্ষীরায় শতকারা ২০ ভাগ বাস চলাচল বন্ধ হয়ে গেছে। জ্বালানি তেল বিক্রি শুরু না করলে পর্যায়ক্রমে পরিমাণ আরও বাড়বে। যাদের গাড়িতে আগে বেশী করে জ্বালানি তেল ক্রয় করা ছিল শুধু তারাই গাড়ি চালাতে পারছেন তেল ফুরিয়ে যাওয়ার কারণে বাকিরা পারছেন না।
সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান এসব কথা জানিয়ে আরও বলেন, যদি তেল বিক্রি শুরু না হয় তবে (সোমবার) কিছুটা বাস চললেও আগামীকাল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে চরম দূর্ভোগে পড়বে সাধারণ যাত্রীরা।
ধূলিহর ইউনিয়নের তেঁতুলডাঙ্গা গ্রামের দ্যুতি দীপন বিশ্বাস বলেন, রোববার থেকে আকষ্মিকভাবে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে পেট্রোলপাম্পগুলো। তেল না থাকায় মোটর সাইকেল বের করতে পারিনি। পাম্পগুলো তেল দিচ্ছে না।
অন্যদিকে, শহরের কপোতাক্ষ ফিলিং স্টেশনের মালিক মাহবুব সরদার জানান, আমাদের ১৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে। পেট্রোল পাম্প ও ট্যাংক লরি কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পাম্প থেকে তেল বিক্রি বন্ধ রেখেছি। আজ ও আগামীকাল কেন্দ্রীয়ভাবে মিটিং রয়েছে। মিটিংয়ে সিন্ধান্তের পর নির্দেশনা আসলে আমরা তেল বিক্রি শুরু করবো।
Related News

মতলব উত্তরে কম্বল বিতরণ
মমিনুল ইসলামঃচাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, নৌকা মার্কার মানুষ দুুঃখীRead More

সন্ধায় ঝগড়া, রাতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা!
শেখ রিপন সাতক্ষীরা প্রতিনিধি : স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।Read More