Main Menu

নওগাঁয় সন্ত্রাস জঙ্গিবাদপ্রতিরোধে আলেম-ওলামাদের সাথেপুলিশের মতবিনিময়

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) ১৪১৯ হিজরী উদযাপনউপলক্ষে জেলা পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ,মাদক,বাল্য   বিবাহ   একং   নারী   ও   শিশু   নির্যাতনপ্রতিরোধে আলেম-ওলামা ও ইমামদের করনীয় বিষয়ে পুলিশের সাথেএক মতবিনিময় সভা গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশলাইনস ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।জেলা   পুলিশ   সুপার   প্রকৌশলী   মোঃ   আব্দুল   মান্নান   মিয়াবিপিএম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনসদ্য পদ্দোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারমোহাম্মদ রাশিদুল হক,ফারজানা ইসলাম,ইসলামিক ফাউন্ডেশনেরউপ-পরিচালক  কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা,সহকারী পুলিশসুপার লেমন রায়,নওগাঁ দপ্তরীপাড়া আল জামিয়াতুল ইসলামিয়াদারুল   উলুম   মাদ্রাসার   উপধ্যাক্ষ   মাওলানা   মোঃরেদোওয়ানুল্লাহ,পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মুফতিমাওলানা আব্দুর রাজ্জাক জেলা জাতীয় ইমাম সমিতিরি সভাপতিহাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ আল কাদরী,জেলা গণশিক্ষাসমিতির সভাপতি ক্বারী মোঃ রমজান আলী প্রুমখ। আলেম-ওলামাও ইমামদের সন্ত্রাস প্রতিরোধে নানা কর্মাকান্ডে প্রশংসা করেবক্তরা   দেশ   ও     জাতির   কলাণ্যে   সন্ত্রাস-জঙ্গিবাদসহ   বিভিন্নঅন্যায়ের   বিরুদ্ধে   আরো   সচ্চার   হওয়ার   জন্য   আলেম-ওলামাদেরপ্রতি আহবান জানান। সভায় জেলার প্রায় ৩ শতাধিক আলেম-ওলামা ও ইমামগন উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed