ঝিনাইদহের সিমান্তে বিজিবি কর্তৃক সাড়ে ২৯ লাখ টাকার ২১৬টি সোনার আংটি উদ্ধার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি’র অধীনস্থ পলিয়ানপুর বিওপির টহলদল সাড়ে মঙ্গলবার ২৯ লাখ টাকা মুল্যের ২১৬টি স্বর্নের তৈরী আংটি উদ্ধার করেছে। মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক (উপ অধিনায়ক) কামরুল হাসান ই-মেইল বার্তায় মঙ্গলবার বিকালে এ তথ্য জানান। ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬০/২৭-আর হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাতলার আইট গ্রামে বিজিবি সদস্যরা টহল দিচ্ছিলেন। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। বিজিবর ধাওয়া খেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় চোরাকারবারী। ব্যাগটি তল্লাশি করে ২১৬ টি স্বর্ণের তৈরি আংটি পাওয়া যায়, যার ওজন ৬১২.২২ গ্রাম। আটককৃত ভারতীয় স্বর্ণের আংটির আনুমানিক বাজার মূল্য ২৯,লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। আটককৃত স্বর্ণের আংটি মঙ্গলবার বিকালে ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এদিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ১৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মেদিনীপুর গ্রামের আম বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
Related News

মতলবে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তরে ১৬ ডিসেম্বর মহান জাতীয় বিজয় দিবস পালন উপলক্ষ্যে একRead More

তাঁতীদলের নব নির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা তাঁতীদলের নব নির্বাচিত ৩১’সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছ। নেতৃবৃন্দ গতকালRead More
Comments are Closed