কেশবপুরে আবারও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা):কেশবপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আবারও সবিতা নামের এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলতাপোল গ্রামে হারাধন আঢ্যর স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য গৌতম রায় জানায়, সবিতা আঢ্য (৪০) ডেঙ্গুরে আক্রান্ত হলে ৩ অক্টোবর কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হারুন-অর-রশীদ জানান, ৩ অক্টোবর রবিবার দুপুরে সবিতা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসারত অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
Related News

মতলব দক্ষিণে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা
মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগে উদ্যোগে ৪ ডিসেম্বর সেবা ও প্রচার সপ্তাহRead More
মতলব দক্ষিণে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী
মতলব প্রতিনিধি: ‘আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল ১৪ নভেম্বর পালিত হয়েছেRead More
Comments are Closed