Main Menu

শীতের মৌসুম

মোঃ আরিফুল ওসমান,

শীতের মাঝে খেতে মজা
মায়ের হাতের পিঠা,
ভোর সকালে খেঁজুর গাছের
রস খেয়েছি মিঠা।

কুয়াশায় আর ঘাসের গায়ে
দেখছি জলে ভরে,
টাপুর টুপুর হালকা নীরে
মানব পায়ে ঝরে।

বৃদ্ধলোকের হয় যে কষ্ট
চলতে নাহি পারে,
গোসল করতে অবাধ্য হয়
যায় না পুকুর দ্বারে।

শীতের সময় শাখ সবজীতে
চাষার মুখে হাসি,
জমিন ভরা নানান ফসল
মন আনন্দে ভাসি।

সোনার দেশে সোনার ফসল
লাগে ভীষণ ভালো,
সকাল বেলা কোকিল ডাকে
সূর্য উঠায় আলো।

সবুজ শ্যামল দেশটি আমার
ধানে, ঘমে, ভরা,
আলু, পেয়াঁজ, রসুন, মরিচ,
শীত কালে হয় করা।


Related News

Comments are Closed