Main Menu

নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে “কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন”

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে “কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন” “পুলিশের সাথে কাজ করি, ”মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্বাচন করে গতকাল শনিবার সকাল ১০’টায় এ অনুষ্ঠান উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানটি উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি আলহাজ্ব একেএম সেলিম ওসমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টাস’র পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইনসহ বিকেএমইএ এর নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক, মালিক প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি একেএম সেলিম ওসমান নারায়ণগঞ্জ ইন্ডস্ট্রিয়াল পুলিশ-৪’ন ইন্সপেক্টর শেখ বশির আহমেদ, নারায়ণগঞ্জ ফতুল্লার ফকির নীটওয়ার ডিএমডি ফকির মাশরিকুজ্জামান নিয়াজ, শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং অফিসার ও শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং মেম্বর ২০১৯ নির্বাচিত হওয়ায় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালির অয়োজন করা হয় এবং র‌্যালি শেষে নারায়নগঞ্জ ইন্ডস্ট্রিয়াল পুলিশ-৪’র, কনফারেন্স হলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ ইন্ডস্ট্রিয়াল পুলিশ-৪’র, সুযোগ্য পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সৈকত শাহীন।########


Related News

Comments are Closed