সিদ্ধিরগঞ্জে চোরাই জ্বালানি তেলসহ আটক ৬

:
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে ১ হাজার ৮’শ লিটার চোরাই ডিজেল জব্দসহ তেল চোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় মহানগরের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালিয়ে তেল চোর চক্রের ছয়জনকে আটক করে র্যাব।
এ সময় চুরি করা ১ হাজার ৮’শ লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়।
ধৃতরা হলো- আব্দুল মজিদ, বাসেদ, আনোয়ার হাসান, শহিদুল ইসলাম, রাশেদ খান ও আল আমিন।
এ ব্যাপারে র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, সিদ্ধিরগঞ্জে একটি তেল চোর চক্র চোরাই তেল পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তেল চোর চক্রের ছয়জনকে আটক করি। এ সময় চোরাই ১ হাজার ৮’শ লিটার অবৈধ জ্বালানি তেলও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আটককৃতদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
Related News

অবশেষে সিদ্ধিরগঞ্জ থানার বির্তকৃত এএসআই মোমেন আলম ক্লোজড
অবশেষে বির্তকৃত এএসআই মোমেন আলম ক্লোজড। বিভিন্ন গণমাধ্যেমে সংবাদ প্রকাশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভূক্তভোগীদের অভিযোগেরRead More

২৮’কেজী গাঁজাসহ মাদব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে র্যাব-১১’র অভিযান, ২৮’কেজী গাঁজাসহ ১ মাদব্যবসায়ী গ্রেফতার। শনিবার সকাল ৭’টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়েRead More
Comments are Closed