Main Menu

মতলব উত্তরে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মমিনুল ইসলাম:চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আজ সকাল ছয় ঘটিকার সময় ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শুভাশিস ঘোষ এবং মতলব উত্তর থানার ওসি তদন্ত মোরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। তার বয়স হয়েছিল (৬৬) বছর। মৃত্যুকালে তার বাবা, মা, চার ভাই, তিন বোন ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ পড়ান জীবগাও জেনারেল হক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ আলী আহাম্মদ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম কে দাফন করা হয়।


Related News

Comments are Closed