Main Menu

উপাদী দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি ইদ্রিস মাষ্টারের ইন্তেকাল

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বহরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস মাষ্টার (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজিউন)। গতকাল ৩ সেপ্টেম্বর ভোর রাতে ওনার নিজ বাড়ী উপজেলার ঘোড়াধারী গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা বাদ জোহর শান্তিরবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহম্মেদ বাদলসহ ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


Related News

Comments are Closed