ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী রোগী মারা গেছে। মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে হাসপাতালে মারা যায়। সুফিয়া বেগম উপজেলার বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। গত ২৬ আগষ্ট প্রচন্ড জ্বর নিয়ে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। সুুফিয়া বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুসাইন শাফায়াত জানান, সোমবার সকালে সুফিয়া বেগম জ্বর মাথা ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এর পর তাকে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর জানা যায় রক্তের প্লাটিলেট ১লাখ ৮০ হাজার এবং পিসিভি ৩৬ এবং এনএস-১পজেটিভ। এর পর তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার সকাল ৯.৪৫ মিনিটের দিকে বাথরুমে গিয়ে হঠাত বেশি অসুস্থ্য হয়ে পড়ে। এর পর তাকে পরিবারের লোকজন হাসপাতালের বেডে শুয়ে দিলে সেখানেই সে মারা যায়। স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ৩ জন ডেঙ্গু রোগী।
Related News

রূপগঞ্জে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।Read More

কেশবপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন
শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা): যশোরের কেশবপুরে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ফিতা কেটে পরিবারRead More
Comments are Closed