Main Menu

মতলবে লিটল স্কলার্স একাডেমিতে রচনা বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার সর্ব-প্রথম ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স একাডেমিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে দুনীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ও সততা সংঘের আয়োজনে গতকাল ২৫ আগস্ট রবিবার দুপুরে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক দেওয়ান ইমরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, রোটা. মনির হোসেন, মোঃ শাহআলম বাদল, বিদ্যালয়ের গণিতের শিক্ষক সুমন সাহা, ইংরেজি বিষয়ের শিক্ষক কামরুল ইসলাম শিহাব প্রমুখ। পরে বিজয়ী ও বিজিত বিতার্কিক এবং রচনা প্রতিযোগিতা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ করা হয়।


Related News

Comments are Closed