Main Menu

যাত্রাবাড়িতে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজিব হোসেন রাজুঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যাত্রাবাড়িতে আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ৬০,৬১ ও ৬২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে যাত্রাবাড়ির শনির আখড়া পলাশপুরের ৪নং সড়কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। যাত্রাবাড়ির থানা আওয়ামীলীগ নেতা জাকির হোসেন অনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাম আহমেদ টিটু, ফারুক খান, শফিকুল হোসেন স্বপন প্রমূখ। শ্রী সনিভূষন দত্তের সার্বিক তত্ত্বাবধানে এবং ইয়াসিন আহমেদ বাবুর সঞ্চালনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এ.বি সিদ্দিক, আবুল বাশার শুভ, লায়ন মেহেদী হাসান, আব্দুর রহমান রতন সহ আওয়ামীলীগের শত শত নেতাকর্মীবৃন্দ। এদিকে সারুলিয়া ইউনিয়ন ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে শনিবার বিকালে রসুলনগরে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন মজুমদার, মোঃ জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম তুলা মিয়া, মজিবুর রহমান মন্টু প্রমূখ।


Related News

Comments are Closed