রূপায়ন টাউনের রাস্তা বন্ধ করে নাজিম ভূইয়া গরুর হাট

ফতুল্লা মডেল থানার অধিনস্থ রূপায়ন টাউনের একমাত্র রাস্তাটিতে বন্ধ করে গরুর হাট বসিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামীলীগের বির্তকিত নেতা ও বহুল সমালচিত নাজিম উদ্দিন ভূইয়া। রূপায়ন টাউনের বালুর মাঠ নাম করে জৈনক মানিক চাঁন গরুর হাটের জন্য ইজারা আনলেও মাঠের কাছে না গিয়ে রূপায়ন টাউনে প্রবেশ করার একমাত্র রাস্তাটির দু’পাশ দখল করে বসিয়েছে গরুর হাট। গরুর হাটটি পরিচালোনা করেন কুতুবপুর ইউনিয়নের শান্তিধারা এলাকার আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জার ফকির। এ হাটটি অভিজাত এলাকায় রূপায়ন টাউনে প্রায় ৩’হাজার লোকের বস-বাস। এ হাটটির ব্যপারে রূপায়ন টাউনের বসবাসকারী কোন কথা বললে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, আওয়ামীলীগের বির্তকিত নেতা ও বহুল সমালচিত নাজিম উদ্দিন ভূইয়ার ক্যাডাররা তাদেরকে মারধরসহ ভিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। বিধায় বসবাসকারীরা এ নোংরা আবর্জনা মারিয়ে যাতায়াত করতে হচ্ছে। সইতে হচ্ছে দূর্গন্ধ। এ ব্যাপারে রূপায়ন টাউনবাসী সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জার ফকির বলেন, আমরা ২/৩ দিনের জন্য হাটটি বসিয়েছি, রুপায়নবাসীর তেমন কোন ক্ষতি হবে না।
Related News

মতলব উত্তরে কম্বল বিতরণ
মমিনুল ইসলামঃচাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল বলেছেন, নৌকা মার্কার মানুষ দুুঃখীRead More

সন্ধায় ঝগড়া, রাতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা!
শেখ রিপন সাতক্ষীরা প্রতিনিধি : স্ত্রীকে কুপিয়ে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।Read More
Comments are Closed