Main Menu

কাজী মিজানের ভাড়াটে সন্ত্রাস শামীম!! কে এই শামীম কি তার আয়ের উৎস ??শামীমের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে চরাঞ্চলের মানুষজন।

নিজস্ব প্রতিবেদকঃ মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ গ্রামের বোরহান উদ্দিনের পুত্র শামীম। টাকার জন্য এমন কোন কাজ নেই যে সে করেনি। বা করতে পারেনা। ঢাকায় অবস্থানকালে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনায় সময় একাধিবার পুলিশের হাতে আটক হয় এই শামীম। এখনও তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
ঢাকা ত্যাগ করে অবস্থান নেয় নিজ বাড়ী মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ গ্রামে। যোগ দেয় মতলব উত্তর আন্ডার ওয়াল্ডের কু- কর্মের জনকখ্যাত কাজী মিজানের সাথে। মিজানের অবৈধভাবে মেঘনার বালু উত্তোলন, তেল’সহ অবৈধ সকল ব্যবসার দেখশুন করে শামীম। বালু মহলে কোন ঘটনা হলে সাথে সাথে শামীমের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা উপস্থিত হয় সেখানে।
এলাকাবাসী জানায়, শামীম এখন মস্তবড় ক্যাডার, রয়েছে অবৈধ অস্ত্র। চলার জন্য রয়েছে স্প্রীডবোড। রাজকীয় জীবন যাপন করছে শামীম। তার আয়ের উৎস কোথায় চরাঞ্চলের মানুষজন জানেনা। এলাকার লোকজন জানায় কাজী মিজানের বালুর ব্যবসা দেখশুন করে শামীম। শামীমের অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে চরাঞ্চলের মানুষজন।


Related News

Comments are Closed