Main Menu

সিনিয়র সচিব ড. জাফর কে অভিনন্দন জানালেন নিউজ টু নারায়নগঞ্জ.কমের সম্পাদক ইব্রাহীম খলিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় চৌকস ও সজ্জন অফিসার হিসেবে সুখ্যাতি থাকায় সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের চাকরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। আগামী দুই বছর সংসদ সচিবালয়ে তিনি সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত তিনি সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে তার সংসদ সচিবালয়ের অফিস কক্ষে নিউজ টু নারায়নগঞ্জ.কমের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ২ টায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনলাইন নিউজ পোর্টালটির সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহিম খলিল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পার্লামেন্ট জানার্লিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ)’র সদস্য ও দৈনিক প্রতিদিনের সংবাদের সিনিয়র রিপোর্টার গাজী শাহনেওয়াজ ।


Related News

Comments are Closed