Main Menu

৫ স্থান ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঢাকার কমলাপুরসহ রাজধানীর ৫ স্থান থেকে সোমবার সকাল ৯টা থেকে থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে শুরু হয়েছে সকাল ৬টা থেকে।

কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হচ্ছে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেয়া হচ্ছে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হচ্ছে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট।

ঈদে ট্রেনের টিকিট নামের সোনার হরিণ পেতে আগের রাতেই কমলাপুর রেলস্টেশনে রাতভর অপেক্ষা করেছেন অনেক টিকিটপ্রত্যাশী। গরমের মধ্যেও রেলস্টেশনে কষ্ট করে রাত কাটিয়েছেন তারা।

একই চিত্র দেখা গেছে বিমানবন্দর রেলস্টেশনেও। রোববার রাত থেকে লাইন ধরেছেন ট্রেনের টিকিটের জন্য।

ঈদে ঝামেলা ছাড়া পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি যাবেন। টিকিট পেলে এই কষ্ট আর থাকবে না। না পেলে খারাপ লাগবে বলে জানান একজন টিকিটপ্রত্যাশী।

সম্পাদনা : মারুফুল/রেজাউল


Related News

Comments are Closed