Main Menu

মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহে ‌র‌্যালি ও আলোচনা সভা

মমিনুল ইসলাম:জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে স্থানীয় প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, কৃষিনির্ভর অর্থনীতিতে মৎস্য খাতের অবদানের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার ৪৬ বছর পর বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি)৩ দশমিক ৫৭ শতাংশে এবং কৃষি জিডিপির এক-চতুর্থাংশেরও বেশি অংশে মৎস্য খাতের অবদান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন। আরো বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুরশেদুল আলম ভুইয়া, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন, সাংবাদিক গোলাম নবী খোকন, মৎস্যজীবি প্রতিনিধি ওমর আলী প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ আখতার হোসেন।


Related News

Comments are Closed