Main Menu

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়


মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য উপজেলা অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতলব দক্ষিণের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৭ জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহের (১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত) বিস্তারিত কর্মসূচী উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম খাঁন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সিনিয়র সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, প্রচার সম্পাদক আব্দুল মান্নান খানসহ সাংবাদিক ও মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Related News

Comments are Closed