Main Menu

নায়িকা রাধিকার সঙ্গে দেবের গোপন ভিডিও ফাঁস

ভিন্নধর্মী গল্প আর চরিত্রের অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তের। তার প্রতিটি চরিত্রেই দেখা যায় চ্যালেঞ্জ গ্রহণের ছাপ। নিজেকে প্রতিনিয়ত ভাঙেন-গড়েন। ছোট পোশাক থেকে ঘনিষ্ঠ দৃশ্য, সবকিছুতেই তার সাহসের প্রশংসা সর্বত্র।

বলিউডের তুমুল প্রতিযোগিতার বাজারেও নিজেকে আলাদা করে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তবে এ অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নানা কারণেই আলোচনায় আসেন। নিজের মর্যাদা রক্ষা করে চলা অন্যতম সাহসী নায়িকা তিনি।

সম্প্রতি রাধিকাকে নিয়ে অনলাইন দুনিয়ায় ঝড় উঠেছে। ঘটনার মূলে রয়েছে একটি গোপন দৃশ্য।

‘দ্য ওয়েডিং গেস্ট’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন রাধিকা। সেখানেও বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা দেবেন তিনি। এটি মুক্তি পেয়েছে এরই মধ্যে। এ ছবিতে তার সহ-অভিনেতা দেব প্যাটেল।

সম্প্রতি এই সিনেমার একটি যৌনদৃশ্য অন্তর্জালে ফাঁস হয়েছে। বেশকিছু ছবিও দেখা যাচ্ছে। যেখানে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিয়েছেন রাধিকা ও দেব। সেই ভিডিও এবং ছবিগুলো নিয়ে চলছে হৈ চৈ।

তবে এসব নিয়ে একদমই মাথা ঘামান না রাধিকা। কারণ এর আগেও তার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়েছিল। ফলে সমালোচনায় অভ্যস্ত তিনি।

২০১৮ সালের সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে মাইকেল উইন্টারবটম পরিচালিত ‘দ্য ওয়েডিং গেস্ট’ সিনেমাটি প্রথম প্রদর্শিত হয়। মার্চে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ ছবি।


Related News

Comments are Closed