Main Menu

র‌্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় বাংলা মদসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের র‌্যাবের অভিযানে ৫৭ লিটার দেশীয় বাংলা মদসহ এক মাদক ব্যবসায়ী আটক।

শুক্রবার সকালে র‌্যাব-৬ এর যশোর স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া বাজারস্থ ভাই ভাই ট্রেডার্স এর পিছনের গলির ভিতরে সাদিক এন্টার প্রাইজ এর সামনে অভিযান পরিচালনা করে ৫৭(সাতান্না) লিটার দেশীয় মদসহ মোঃ আব্দুল আলীম(৩৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটক মাদকব্যবসায়ী আব্দুল আলীম বুইকরা গ্রামের শাখাওয়াত হোসেন এর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এ,এম আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে দেশীয় মদ ও নগত দুই হাজার টাকাসহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকসহ আসামীকে অভয়নগর থানায় মাদক আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


Related News

Comments are Closed