March 29, 2024, 11:25 am

কেশবপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৮ আসামীসহ গ্রেফতার- ১০

শামীম আখতার, ব্যুরো প্রধান (খুলনা): কেশবপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৮ আসামী ও নিয়মিত মামলার ২ জনসহ ১০ আসামীকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের সার্বিক দিক নির্দেশনায় উপ-পরিদর্শক অরুপ কুমার বসু, লিখন সরকার, মিজানুর রহমান, সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার ভেরচি গ্রামের আব্দুল মজিদ শেখের ইমামুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে। ইমামুল ইসলামকে জিআর ৮৫/১৮ নম্বর মাদক মামলায় বিজ্ঞ আদালত যাবৎজীবন সাজা প্রদান করেন। অপর দিকে এসসি ৬০১/০৭ নম্বর মারামারি মামলায় মঙ্গলকোট গ্রামের শাহাজাহান মোল্লার ৩ ছেলে শফিকুল মোল্লা (৪৭), রফিকুল মোল্লা (৫০), শরিফুল মোল্লা (৪৫), দলিল মোড়লের ২ ছেলে আব্দুল খালেক মোড়ল (৫০), আব্দুল মালেক মোড়ল (৪৬), মৃত জমির মোড়লের ছেলে লেয়াকত মোড়ল (৬৫) ও শমছের মোড়লের ছেলে মিজানুর রহমানকে (৪৮) গ্রেফতার করে। বিজ্ঞ আদালত প্রত্যেককে ৫ বছরের সাজা, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। একই অভিযানে থানার নিয়মিত মারামারি মামলায় হাড়িয়াঘোপ গ্রামের মৃত রজব আলীর ছেলে নূর ইসলাম (৩৫) ও মৃত ছিদ্দিক গাজীর ছেলে বিল্লাল গাজীকে (৪২) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিজ্ঞ আদালতের সাজাপ্রাপ্ত ৮ জন ও থানার নিয়মিত মারামারি মামলায় ২ আসামীসহ ১০ গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে ষশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা