Main Menu

জাহান বাউল শিল্পী গোষ্ঠির উদ্যোগে অসহায় পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ

মাছুদুর রহমান শেখ: জাহান বাউল শিল্পী গোষ্ঠি ও জাহান এন্টার প্রাইজ উদ্যোগে অসহায় পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।গত ৩জুন সোমবার বিকালে চাঁদপুর বড় স্টেশন মোল হেডে অসহায় ও পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলা যানবাহন শাখার টি আই মোঃ ফয়সাল আহম্মেদ ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী যুবলিগ সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা যুবলিগের সদস্য মোঃ শফিকুল ইসলাম,জেলা যুব মহিলা লিগের সভাপতি ও ৭,৮,৯,এর কাউন্সিলর মিসেস ফরিদা ইলিয়াছ, চাঁদপুর সদর উপজেলা ছাত্র লিগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাছান, জাহান এন্টার প্রাইজের প্রোঃ,জাহান বাউল শিল্পী গোষ্ঠির পরিচালক,দৈনিক চাঁদপুর সংবাদের চিফ ফটোগ্রাফার মোঃ জাবেদ হোসেন,জাহান বাউল শিল্পী গোষ্ঠির সহকারী পরিচালক মোঃ হোসেন মুন্সী,মোঃ আরিয়ান খাঁন আলম,মোঃ রাসেদ, মোঃ রফিক দেওয়ান,মোঃবাদল আহম্মেদ পাটওয়ারী। পরে দোয়া ও মোনাজাত করেন দৈনিক চাঁদপুর সংবাদের যুগ্ম সম্পাদক মাওলানা সাইফুল্লা। আয়োজনে জাহান বাউল শিল্পী গোষ্ঠী ও জাহান এন্টার প্রাইজ।


Related News

Comments are Closed